রাজধানীর শ্যামবাজারের ভেতর মাছবাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামবাজারের ভেতর মাছবাজারে আগুন লেগেছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে শ্যামবাজারের মাছবাজরে এ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আরো দুটি ইউনিট সেখানে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, শ্যামবাজার রাজধানীর অন্যতম বড় একটি বাজার। সর্বশেষ পাওয়া তথ্যমতে আগুন শুধু মাছবাজারেই সীমাবদ্ধ থাকলেও তা বিস্তারের আশঙ্কা রয়েছে। এটি ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা কর যাচ্ছেন যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।