রাজধানীর হাতিরঝিলে পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল পোরশে গাড়ি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল পোরশে গাড়ির খোঁজ মিলেছে। সঙ্গে একটি চিঠিও পাওয়া গেছে।

রাতের আধাঁরে ফেলে যাওয়া গাড়িটি সোমবার সকালে জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

তবে কে বা কারা এটি ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শুল্ক গোয়েন্দাদের ধারাবাহিক অভিযানের ফলশ্রুতিতে ব্যবহারকারী গাড়িটি ফেলে গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থেকে সকালে পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধার করা হয়। গাড়ির চাবি ভেতরে পাওয়া যায়। ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া গেছে। তবে চিঠির বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে। শুল্ক গোয়েন্দার দল এ বিষয়ে তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে।