সচিবালয় প্রতিবেদক : জনসচেতনতা বাড়াতে রাজধানীসহ সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭।
এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মোহাম্মদ সায়েদুল হক এ কথা জানান।
তিনি বলেন, জনসচেতনতা বাড়াতে দেশে প্রথম বারের মতো এই আয়োজন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ এর প্রতিপাদ্য ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি।’
মন্ত্রী জানান, ডেইরি ও পোল্ট্রি খাতে বেসরকারি পর্যায়ে নারী উদ্যোক্তসহ সব উদ্যোক্তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচন করে তাদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।
তিনি আরো বলেন, জনসচেতনতা সৃষ্টি করতে রাজধানীতে র্যালি, সেমিনার, প্রাণিসম্পদ-বিষয়ক মেলা ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রাণিসম্পদ-বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রাজধানীসহ জেলা উপজেলায় আলোচনা সভা, প্রাণিসম্পদ-বিষয়ক সেবার পোস্টার, লিফলেট বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।