নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া ৪৭ জনকে আটক করা হয়েছে।