রাজধানী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ইউসুফ আলী, আলমগীর হোসেন, মো. বাবু, মো. এরশাদ ও এসএম তারেক।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, রোববার গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ছিনতাইকালে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই রাতের অপর অভিযানে মিরপুর থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। দুটি ঘটনায় পৃথক থানায় মামলা দায়ের হয়েছে।