রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে পদ্মা নদীতে দুর্বৃত্তের গুলিতে চার ট্রলার শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পাবনা সদর উপজেলার দড়ি ভাওডাঙ্গা গ্রামের মৃত মনছুর প্রামাণিকের ছেলে কুদ্দুস প্রামাণিক (৪৫), একই উপজেলার চর তারাপুর গ্রামের রাজাই প্রামাণিকের ছেলে মো. ইউনুস প্রামাণিক (৫০), গোলজার আলীর ছেলে মো. ফজেল আলী (৪৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে মো. রিপন আলী (১৮)।
আহত শ্রমিকরা জানান, সকালে তারা ৭-৮ জনের একদল শ্রমিক ট্রলারে করে মাওয়া ঘাট থেকে রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটে আসছিলেন। বেলা ১১টার দিকে তারা পদ্মা নদীর রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় পৌঁছলে ছোট ডিঙ্গি নৌকায় করে একদল দুর্বৃত্ত এসে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা চার শ্রমিক আহত হন।
শ্রমিকরা আরো জানান, মুখোশধারী দুর্বৃত্তরা সংখ্যায় তিনজন ছিলো। কি কারণে এ হামলা চালানো হয়েছে তা তারা বলতে পারেন না।
রাজবাড়ী সদর থানার এসআই বদিয়ার রহমান জানান, আহত শ্রমিকদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।