রাজবাড়ী প্রতিনিধি : জেলার বালিয়াকান্দি উপজেলায় ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে এক কক্ষ পরিদর্শক ও অসদুপায় অবলম্বনের দায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
মঙ্গলবার এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়।
বহিসষ্কৃতকরা হলো লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের শহিদুল ইসলাম, আশিক খান, মো. সোহেল রানা, রাকিবুল ইসলাম, রিয়াজ হোসেন ও শরিফুল ইসলাম।
নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের সেজান তালুকদার, নলিয়া উচ্চ বিদ্যালয়ের রনি শেখ, চাপড়ী উচ্চ বিদ্যালয়ের রাসেল মিয়া, শালমারা উচ্চ বিদ্যালয়ে আব্দুল আলিম, বহরপুর উচ্চ বিদ্যালয়ের মনিরুল ইসলাম ও রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র চক্রবর্তী।
কেন্দ্র সচিব ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজবাড়ী জেলার সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষ পরিদর্শনের সময় নকল করার অপরাধে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
এ সময় দায়িত্ব অবহেলার কারণে রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল চক্রবর্তীকেও বহিষ্কার করেন।