জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সুরক্ষার প্রয়োজনে রাজবাড়ীকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ ও সড়ক পথে অন্য কোনো জেলা থেকে এ জেলায় কেউ প্রবেশ করতে কিংবা জেলাটি থেকে অন্য কোনো জেলায় কেউ গমণ করতে পারবে না। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা যেমন- খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, সেচ সরঞ্জাম ও জ্বালানি তেল বহনের গাড়ি এ নিদের্শনার বাইরে থাকবে। এছাড়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ কার্যালয় ও জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
রাজবাড়ীর সিভিল ডা. মো. নুরুল ইসলাম জানান, গত ১১ এপ্রিল রাজবাড়ীতে একই দিনে পাঁচজনের করোনা শনাক্ত হয়। ওই দিনই জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ দিনের জন্য রাজবাড়ীকে লকডাউন ঘোষণা করা হয়। করোনার প্রাদুর্ভাব না কমায় লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে।
রাজবাড়ী ডিসি দিলসাদ বেগম জানান, সারা দেশেই করোনা মহামারি রূপ নিয়েছে। রাজবাড়ী জেলাবাসীকে করোনার হাত থেকে বাঁচাতে পরবর্তী সিদ্ধান্ত না আশা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন সময়ে সবাইকে জনসমাগম এড়িয়ে ও সরকারি নিয়ম ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ও নিয়ম মেনে চলার অনুরোধও জানান তিনি।