নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর চারঘাটে অস্ত্রসহ মোজাফফর হোসেন ওরফে মজা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার ভোরে চারঘাটের ভাটপাড়ার একটি আখখেতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মজা ওই গ্রামের আজিজুল হকের ছেলে। পুলিশ বলছে, মজা এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, আখখেতের ভেতর টিনের চালা তৈরি করে আত্মগোপন করেছিল মজা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মজা একজন পেশাদার সন্ত্রাসী। তার নামে থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী মজাই ভাটপাড়া ভোটকেন্দ্রে অস্ত্র উঁচিয়ে ভোটদানে বাধা প্রদানের চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।