
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে অ্যাম্বুলেন্সের চাপায় মনীষা সরকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর শাহমখদুম থানার পাবনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মনীষা ওই এলাকার জিতেন সরকারের মেয়ে।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুর ১২টার দিকে মনীষা সড়ক পার হচ্ছিল। এ সময় বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, মনীষার লাশ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর অ্যাম্বুলেন্স চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।