রাজশাহীতে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রোববার রাতে এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রলীগ নেতার ছোট বোন। নিখোঁজ ওই ছাত্রলীগ নেতার নাম মহসিন সর্দার ওরফে রনি (২৭)। তিনি নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। বোয়ালিয়াপাড়া মহল্লায় রনির বাড়ি। তার বাবার নাম মজিবর সর্দার। রাজশাহীতে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ রয়েছেন। তবে তাকে ‘অপহরণ’ করা হয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।

রনির ছোট বোন মুন্নি খাতুন বলেন, ‘রোববার সকাল ৯টার দিকে তার ভাই বাসা থেকে বের হন। যাওয়ার সময় বলে যান, এক ব্যক্তির কাছে তিনি প্রায় এক লাখ টাকা পাবেন, সেটি আনতে যাচ্ছেন। এরপর রনি আর বাড়ি ফেরেননি।’

পরে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে রনি জানিয়েছেন, তিনি বিপদে আছেন। ওই দিনই বেলা ১১টার সময় প্রথমে বন্ধু জুয়েল রানা এবং এর কয়েক মিনিট পর ছোট বোন মুন্নি খাতুনকে এই খুদেবার্তা পাঠানো হয়।

জুয়েলের কাছে পাঠানো খুদেবার্তায় লেখা হয়, ‘আমি বুঝতে পারছি না আমার কী হতে যাচ্ছে! তবে মনে হচ্ছে, খুব বড় বিপদে পড়তে যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোর কাছে আমার অনুরোধ, অটোর টাকা দিয়ে কিস্তি দুটো চালাস। আমার মাকে কিস্তির চাপটা দিস না ভাই।’

জুয়েল জানান, তিনি ও তার বন্ধু রনি ঋণ নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কিনেছেন। খুদেবার্তায় রনি ওই ঋণের টাকা পরিশোধের ব্যাপারেই লিখেছেন।

এদিকে বোন মুন্নি খাতুনের মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় লেখা হয়, ‘বোনরে পারলে আমাকে ক্ষমা করে দিস। কিস্তিটা আমার অটোর টাকা থেকে জুয়েলকে চালাতে বলেছি। আমি বড় বিপদে আছিরে বোন। জানি না আমার কী হবে! সবাইকে দেখে রাখিস। বড় একটা বিপদে পড়েছি আমি।’

এ ব্যাপারে বোয়ালিয়া থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেতা রনির অবস্থান অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিনটি টিম একযোগে কাজ করছে। অল্প সময়ের মধ্যে রনিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হবে বলে আশা করছি।’