রাজশাহীতে জেএমবির দুর্ধর্ষ এক ক্যাডারকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পবার নওহাটা বাজার থেকে আবু জাফর (৩০) নামে জেএমবির দুর্ধর্ষ এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের ১৩০ নম্বর তালিকাভুক্ত জেএমবি ক্যাডার জাফরকে সোমবার দুপুর একটার দিকে গ্রেপ্তার করা হয়। জাফর পবা উপজেলার দিঘিরপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওহাটা বাজারে অভিযান চালিয়ে দুপুরে জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। জাফর দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে জেএমবির সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন। এক সময় ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন জাফর।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, জাফর জেএমবির দুর্ধর্ষ ক্যাডার। ২০০৫ সালের ১৯ জুলাই পবা উপজেলার পুঠিয়াপাড়া এলাকায় রাষ্ট্রবিরোধী নাশকতামূলক পরিকল্পনাকালে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বর্তমানে বিচারধীন। জাফরের বিরুদ্ধে আবারো জেএমবিকে নওহাটা এলাকায় সংগঠিত করার অভিযোগ রয়েছে। তাকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।