নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় রেজাউল করিম (৫৬) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপজেলার স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার সমাসপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রেজাউল করিম সাইকেলে করে টিন নিয়ে যাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।