রাজশাহী : রাজশাহী মহানগরীতে ট্রাকচাপায় রাকিবুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল জেলার গোদাগাড়ী উপজেলার মহাদেবপুর এলাকার আসগর আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন রাকিবুলের বন্ধু সাকিব হোসেন (২১)। তিনি গোদাগাড়ী বামনাইল এলাকার মাইনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে চেপে রাজশাহী বাইপাস হয়ে নাটোরের উদ্দেশে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে নওদাপাড়া আমচত্বর সংলগ্ন বিআরটিএ অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন। আহত সাকিব হাসপাতালে চিকিৎসাধীন।
নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।