নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাবলীগ জামায়াতের তিন দিন দিনের আঞ্চলিক ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এ ছাড়া ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের ওই পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসার জন্য আহ্বান জানানো হয়।
দোয়া পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদ থেকে আসা তাবলীগ জামায়াতের সুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ।
এর আগে ফজরের পর থেকে কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা রবিউল হক ও মাওলানা আবদুল মতিন মুসল্লিদের উদ্দেশে কোরান ও হাদিস থেকে বয়ান করেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে রাজশাহী মহানগরী ছাড়াও দূর-দূরান্ত থেকে সকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। বেলা ১১টার আগেই ইজতেমা ময়দান ছাড়িয়ে এর আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা ময়দানের সংযুক্ত সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে রাজশাহী আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাগরিবের নামাজের পর থেকে চলে মূল বয়ান। ইজতেমায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ২০০টি তাবলীগ জামায়ত অংশগ্রহণ করে।