রাজশাহীতে দুই পক্ষের ধাক্কাধাক্কিতে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলায় দুই পক্ষের ধাক্কাধাক্কিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতরোম বিলে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম জেকের আলী (৬৫)। তিনি ওই গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।

এ ঘটনার পর রহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রহিদুল পার্শ্ববর্তী শান্তিপাড়া গ্রামের মৃত তায়েজ উদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম জানান, গ্রামের পাশের বিলে জেকের আলীর কিছু জমি আছে। ওই জমির পাশে মৃত পিয়ার আলীর একটি পুকুর আছে। সকাল থেকে লোকজন নিয়ে সেই পুকুরে বাঁধ দেওয়ার কাজ করছিলেন রহিদুল ও তার ছোট ভাই রফিকুল।

কিন্তু জেকের আলী তার জমিতে বাঁধ দেওয়া হচ্ছে দাবি করে তাদের বাধা দেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে বৃদ্ধ জেকের মাটিতে পড়ে যান। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

বাগমারার হাটগাঙোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর রফিকুল পালিয়ে গেছেন। তবে রহিদুলকে আটক করা সম্ভব হয়েছে। দুপুর দেড়টা পর্যন্ত জেকের আলীর লাশ ঘটনাস্থলেই ছিল।

এসআই আমিনুল জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান তিনি।