
জেলা প্রতিবেদকঃ রাজশাহী মহানগরে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুকুর আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো দুই যুবক।
বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। শুকুর রাজশাহী মহানগরের ভদ্রা জামালপুর এলাকার রমজান আলীর ছেলে।
আহত দু’জন হলেন- রাকিব ও জহুরুল।
পুলিশ জানায়, মাছ শিকারের জন্য ডোবার পানি মোটর দিয়ে সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শুকুর, রাকিব ও জহুরুল। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুকুরকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। পরে নিহত শুকুরের স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পরিদর্শক মাহবুব হোসেন বলেন, খবর পেয়ে তিনি নিহত শুকুরের বাড়ি যান। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।