রাজশাহী : রাজশাহী মহানগরীর উপকণ্ঠ হরিয়ান বাজার এলকায় নজরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, নজরুল হরিয়ান সুগার মিলের কর্মচারী ছিলেন। প্রায় ১৫ বছর আগে তিনি অবসর নিয়েছেন। এখানে তিনি স্ত্রীকে নিয়ে থাকতেন। নজরুলের দুই ছেলে থাকেন ঢাকায়। আর মেয়ে নূরজাহানের বিয়ে হয়েছে পাশের গ্রামে।
ওসি আরো জানান, নজরুলের মেয়ে নূরজাহান তার মাকে চিকিৎসা করাতে আজ বেলা ১১টার দিকে রাজশাহী শহরে নিয়ে যান। দুপুর ২টার দিকে তারা বাড়ি ফিরে দেখেন, বাড়ির দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে তারা ভেতরে ঢুকেই নজরুল ইসলামের গলাকাটা লাশ দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।