রাজশাহীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বছরের প্রথমদিনেই রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তুরের শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই দেওয়া হয়েছে।

রোববার সকাল থেকে স্কুলগুলোতে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

রাজশাহীতে এবার মাধ্যমিকে দুই কোটি ৯০ লাখ এবং প্রাথমিকে এক কোটি ১৫ লাখ বই বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী।

তিনি জানান, রোববার সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০১৭’ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

অনুষ্ঠানে তিনি বলেন, বছরের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে সরকার। এর মাধ্যমে রাজশাহী অঞ্চল থেকে ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যের কোটায় নেমে আসবে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বই বিতরণ উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল মান্নান সরকার প্রমূখ।

এদিকে সকালে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন রাজশাহী সিপি করপোরেশনের প্রাক্তন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের একটি বড় সাফল্য বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া। আওয়ামী লীগ সরকারের আগের কোনো সরকার তা কল্পনাও করতে পারতো না। তাই এ দেশে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।