রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলাদীঘি এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে এ ঘটনা ঘটে।

হাবিবুর জেলার মোহনপুর উপজেলার খোলাগাছি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন নিহত হাবিবুরের বাবা শহিদুল ইসলাম (৩০), দাদি আলেকজান বিবি (৫০), ভ্যানচালক তানোরের প্রাণপুর গ্রামের মামুন-অর-রশিদ (১৮), একই গ্রামের হাবিবুর রহমান (২৫) ও কৃষ্ণপুর গ্রামের নাহিদ হোসেন (১৭)।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, সকালে তানোরের মুণ্ডুমালা বাজার থেকে একটি চাল বোঝাই ট্রাক ও একটি ব্যাটারিচালিত ভ্যান তানোর বাজারের দিকে যাচ্ছিল। পথে আলাদীঘি এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাবিবুর মারা যায় ও পাঁচ যাত্রী যাত্রী আহত হন।