রাজশাহী : রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে নগরীর ঠাকুরমারা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-গোদাগাড়ী উপজেলার কালিদীঘি গ্রামের জকিমুদ্দিনের ছেলে কামরুজ্জামান ওরফে কামরু (৪৫), তার স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও হেরোইন ক্রেতা নগরীর আলীগঞ্জ এলাকার মাইনুদ্দিনের ছেলে আবদুস সালাম। কামরু নগরীর ঠাকুরমারা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, রোববার সকালে কামরুর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ১০০ গ্রাম উদ্ধার করা হয়। হেরোইন কেনাবেচায় জড়িত অভিযোগে কামরুজ্জামান ওরফে কামরু, তার স্ত্রী রোজিনা বেগম ও হেরোইন ক্রেতা আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। কামরুর বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।