রাজশাহীতে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহীর খানপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ভারতীয় সীমান্ত সংলগ্ন ৬০ বিঘা পদ্মার চর নামক এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করে।

সকালে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা যায়নি। উদ্ধার ফেনসিডিলের মূল্য দুই লাখ টাকা।