
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে তিন জঙ্গি নিহত হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য আহত ও ফায়ার সার্ভিসের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বেনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অ্যাডিশনাল এসপি সুমিত চৌধুরী জানান, জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার ভোরে বেনীপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ওই বাড়িতে অবস্থানকারীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এক পর্যায়ে বাড়ি থেকে জঙ্গিরা বের হয়ে এসে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এ সময় দুই পুলিশ সদস্য আহত ও ফায়ার সার্ভিসের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে আত্মঘাতী বিস্ফোরণে তিন জঙ্গি নিহত হয়। ওই বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।