রাজশাহী : রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার শফিকুল ইসলাম। এ সময় তিনি পুলিশের ভালো কাজ তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনা করার জন্য রাজশাহীর পত্রিকাগুলোর সম্পাদকদের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, দৈনিক বার্তার সম্পাদক এসএমএ কাদের, দৈনিক রাজশাহীর সম্পাদক রেজাউল আহসান, রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান, বরেন্দ্র প্রতিদিনের সম্পাদক শাহীন আকতার, সাপ্তাহিক গণদৃষ্টি’র সম্পাদক শরিফুল ইসলাম, দৈনিক নতুন প্রভাতের বার্তা স¤পাদক সোহেল মাহবুব, আমাদের রাজশাহীর বার্তা সম্পাদক জিয়াউল হক প্রমুখ।