
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতলের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুইজন মারা যান। রাজশাহী মেডিকেল কলেজের একটি ল্যাবে এদিন ৮৭টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ আসে। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২০ দশমিক ৬৯ শতাংশ।
প্রতিবেদনে আরও জানানো হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন ৬৮ জন রোগী। এরমধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৯।
এর আগে, রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু ঘটেনি। টানা ১৫ দিন পর গতকাল ৪ ফেব্রুয়ারি মৃত্যুশূন্য দিন দেখেছে এ হাসপাতাল।
সর্বশেষ ১৮ জানুয়ারি মৃত্যুহীন দিন কাটে করোনা ইউনিটে। সর্বশেষ বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা যান। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।