
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি জানান, মৃতদের মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে ৩ জন উপসর্গে ও বাকি একজনের মত্যু হয়েছে করোনা-পরবর্তী জটিলতায়। মৃত ১০ জনের মধ্যে ৪ জন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, এ ছাড়া নাটোর নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন ভর্তি হয়েছে আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।
হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪০২টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে যা ৯ দশমিক ৪৫ শতাংশ।