রাজস্ব আদায়ে গতিশীলতায় ২০২ জন কর পরিদর্শক নিয়োগ

অর্থনৈতিক প্রতিবেদক : রাজস্ব আদায়ে গতিশীলতায় ২০২ জন কর পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুপারিশের প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) থেকে এ নিয়োগ দেওয়া হয়।

এই নিয়োগে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের পাশাপাশি রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রয়োজন বিপুল পরিমাণ রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড সেখানে সীমিত সংখ্যক জনবল নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই জনবলের ঘাটতি পূরণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এনবিআর ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৩১৮ জন প্রার্থীকে ‘কর পরিদর্শক’ হিসেবে নিয়োগ দানের জন্য বিপিএসসিতে সুপারিশ প্রেরণ করে। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার  প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে উপযুক্ত ২০২ জনকে ‘কর পরিদর্শক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। আশা করা যাচ্ছে, যাচাই-বাছাইয়ের পর অবশিষ্ট প্রার্থীদেরকেও নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।