ঝালকাঠি প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ
ঝালকাঠির রাজাপুরের কানুনিয়া গ্রামে ইব্রাহিম খান (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে । বুধবার সন্ধ্যায় নিখোঁজের ৩ দিনপর ওই কৃষকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম উপজেলার কানুনিয়া গ্রামের মকবুল খানের ছেলে। তিনি কৃষিকাজ ও মাছ ধরে সংসার চালাতেন। স্থানীয় ইউপি সদস্য মনির সিকদার পরিবারের বরাত দিয়ে জানান, ইব্রাহিম ৩দিন ধরে নিখোঁজ থাকায় বুধবার সকালে রাজাপুর থানায় জিডিও করেছেন তার পরিবার। বিকেলে ওই বাগান থেকে গন্ধ আসতে শুরু করলে খুজতে খুজতে তার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী পরে থানায় খবর দেয়া হয়। মেম্বর জানান, ইব্রাহিমের মাথায় ও শরীরের কোপের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, স্থানীয় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে ওই ভিটায় লাশ ফেলে রেখেছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, মরদেহের বুকে, গাড়ে, পেটে এবং চোখে দাড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ধারনা করা মনে হচ্ছে তাকে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।