ঝালকাঠি,প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ্
ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারের বিকাশ ব্যবসায়ী মাহফুজুর রহমান মিল্লাতের দোকান থেকে ৩ লাখ টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম পুটিয়াখালি গ্রামের ইউনুচ আলী আকনের ছেলে গালুয়া বাজারের বড় মসজিদ সংলগ্ন মুদি মনোহরি ও বিকাশের ব্যবসায়ী মাহফুজুর রহমান মিল্লাত গত ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দোকানের সাটার ফেলে দোকান বন্ধ করে পাশের মসজিদে নামাজ পড়তে যায়।
পরবর্তীতে এসে দেখেন ক্যাশ বাক্সে রাখা বিকাশের ৩ লাশ টাকা চুরি হয়ে গেছে। চোরেরা এ সময় ওই দোকানের মোবাইল ও মোবাইল কার্ডও চুরি করে নিয়ে যায়। গালুয়া বাজারে এভাবে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।