কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পিতার লাঠির আঘাতে আহসান হাবিব সানু(৩২)নামে এক পুত্র নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়,উপজেলার চাকিরপশার ইউনিয়নের চান্দামারী গ্রামে গত ৩০এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পিতা-পুত্রের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পিতা ও তার সৎ মা মিলে পুত্র আহসান হাবিব সানুকে লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে গুরুত্বর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।শুক্রবার(১ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আহসান হাবিব সানু।এঘটনার পর থেকে ঘাতক পিতা আঃ হাই ঝুনু ও তার সৎ মা পালাতক রয়েছে।
এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, আহসান হাবিব সানু হত্যার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল চাঁন্দামারী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।