রাজীব গান্ধী ১৫ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি : ঢাকার হলি আর্টিজানে হামলা মামলার আসামি রাজীব গান্ধীকে বগুড়ার দুই মামলায় ১৫ দিনের  রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বেলা ১১টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুরে জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফোরণ ও শিবগঞ্জে শিয়া মসজিদে গ্রেনেড হামলার মামলায় রাজীব গান্ধীকে আদালতে তুলে ১৫ দিন করে রিমান্ড আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ। আদালত শেরপুরের মামলায় ৮ দিন এবং শিবগঞ্জের মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দুই মামলায় ১৫ দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।