রাজের বিরুদ্ধে শার্লিন চোপড়ার গুরুতর অভিযোগ

এবার শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়া। গেল এপ্রিলে রাজের নামে এফআইআর দায়ের করেছিলেন এ অভিনেত্রী। সেই মামলা তথ্য এবার সামনে এনেছে ভারতের জাতীয় সংবাদ সংস্থা।

অভিযোগে শার্লিন দাবি করেছেন, রাজ কুন্দ্রা হঠাৎ করেই তাকে চুমু খাওয়া শুরু করেন। শার্লিন বাধা দিলেও রাজ কথা শোনেননি। সেই পরিস্থিতিতে খুব ভয় পেয়ে যান শার্লিন। রাজকে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকে যান তিনি।

শার্লিন চোপড়া জানান, ২০১৯ সালে শার্লিনের সহকারীর সঙ্গে যোগাযোগ করেন রাজ। ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করার কথা ছিল। সেই অ্যাপে শার্লিনের নিজের ভিডিও আপলোড করতে বলেছিলেন রাজ।

এদিকে পর্নোকাণ্ডে অভিনেত্রী শার্লিন চোপড়াকে সমন পাঠিয়েছিল পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দপ্তরে হাজির হয়েছিলেন শার্লিন। পর্নোগ্রাফি মামলায় শার্লিনের বক্তব্য রেকর্ড করেছিল পুলিশ। পরে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিন নিয়েছেন এ মডেল ও অভিনেত্রী।

এর আগে এক সাক্ষাৎকারে শার্লিন দাবি করেছিলেন, রাজ কুন্দ্রার হাত ধরেই তিনি পর্নোগ্রাফির দুনিয়ায় এসেছিলেন। চুক্তিতে কাজ করতেন রাজের সঙ্গে। প্রতিটি সিনেমার জন্য ৩০ লাখ ভারতীয় রুপি নিতেন। এভাবে প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেন। এক সময় সিনেমা থেকে আয়ের ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা থাকলে রাজ তা দেয়নি। ফলে চুক্তি বাতিল করেন শার্লিন চোপড়া।

সম্প্রতি এক ভিডিও বার্তায় শার্লিন দাবি করেন, পর্নোগ্রাফি নিয়ে তিনিই প্রথম মহারাষ্ট্র সাইবার সেলকে জানিয়েছেন।

শার্লিন বলেন, ‘এই মামলায় আমার অনেক কিছু বলার আছে। যেহেতু মামলাটি তদন্তাধীন, তাই আমি বেশি কিছু বলতে পারব না। বেশকিছুদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যম আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাদের অনুরোধ, কিছু জানার থাকলে দয়া করে মুম্বাই পুলিশের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করুন।’

শার্লিনের আগে মডেল ও অভিনেত্রী গহনা বশিষ্ঠকে ডেকেছিল মুম্বাই পুলিশ। শহরের বাইরে থাকার কারণে হাজিরা দিতে পারেননি তিনি। তবে গহনা দাবি করেছেন, শার্লিন পুরোপুরি মিথ্যা বলছেন।