রাতে আপনার পারফর্ম্যান্সের উপরেই সব কিছু নির্ভর করছে

এই চাকরি আক্ষরিক অর্থেই স্বপ্নের চাকরি। কী করতে হবে, সে বিস্তারে ক্রমশ আসা যাবে। তার আগে জানিয়ে দেওয়া যাক, বেতন বেশ মোটা। রাত পিছু আয়। রাতে আপনার পারফর্ম্যান্সের উপরেই সব কিছু নির্ভর করছে।

ভাল লোক খুঁজছে ‘সিলি’ বলে একটি সংস্থা। টাকাকড়ি? বেতন বেশ মোটা। রাতপিছু ১০০ পাউন্ড। মাসে খুব কম করে আড়াই হাজার পাউন্ড আয় নিশ্চিত।

কিন্তু চাকরির প্রথম এবং প্রধান শর্তই হল, রাতে বিছানায় পারফর্ম্যান্স ভাল হতে হবে।

এইবারে খুলে বলা যাক, ‘সিলি’ একটি বিছানা প্রস্তুতকারী সংস্থা। তারা বিভিন্ন ধরনের বিছানার জন্য একজন পরীক্ষক খুঁজছেন। এই পরীক্ষকের কাজই হবে বিছানায় শুয়ে তার গুণমান পরীক্ষা করা। খাদ্য, ডায়েট, জীবনযাপনের উপর নির্ভর করে কার কোন ধরনের বিছানায় শোয়া উচিত, তা ঠিক করে দেবেন এই পরীক্ষক।

এক ‘স্লিপ এক্সপার্ট’ নিল রবিনসনের কথায়, ‘‘এমন চাকরি তো সকলে খোঁজেন। আপনি তেড়ে ঘুমোবেন। ঘুম থেকে উঠে হাতে কড়কড়ে অর্থপ্রাপ্তি। তবে বিছানা এবং লাইফস্টাইল সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।’’

সংস্থার মুখপাত্র সারা হিঞ্চক্লিফ বলেছেন, ‘‘এখনও পর্যন্ত ১৬টি আবেদনপত্র এসেছে। মজার কথা, এঁদের সকলেই নিদ্রাহীনতায় ভোগেন।’’

প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। সময় আছে…