রাতে শপথ নিয়ে সকালেই অফিসে এসে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার রাতে শপথ নিয়ে সোমবার সকালেই নিজ দপ্তরে চলে এলেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদি প্রথম যে ফাইলটিতে সই করলেন, সেটি কৃষকদের স্বার্থের সঙ্গে জড়িত৷

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর দফতরে গিয়েই কিষান নিধি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন নরেন্দ্র মোদি৷ এর ফলে এখন ১৭তম কিস্তির টাকা পাবেন কিষান নিধি প্রকল্পে নথিভুক্ত কৃষকরা৷এতে উপকৃত হবেন প্রায় সাড়ে ৯ কোটি কৃষক৷ সরকারি কোষাগার থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে মোট ২০ হাজার কোটি টাকা৷

কিষান নিধি প্রকল্পের ফাইলে সই করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কৃষকদের উন্নয়নে আমাদের সরকার সর্বদা নিয়োজিত৷ দায়িত্ব নেওয়ার পর তাই কৃষকদের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত ফাইলে সই করাই যথাযথ৷ ভবিষ্যতেও আমরা কৃষক এবং কৃষিক্ষেত্রের জন্য আরও বেশি করে কাজ করতে চাই৷’

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই কিষান নিধি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার৷ প্রকল্পের নথিভুক্ত কৃষকরা চার মাস পরপর দুই হাজার (২,০০০/-) টাকা করে বছরে তিন বারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ছয় হাজার (৬,০০০/-) টাকা পাবেন৷

এর আগে, রোববার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭১ জন মন্ত্রী শপথ নেন৷ তাদের মধ্যে ৩৪ জনই গত মন্ত্রিসভার সদস্য৷

নিয়ম অনুযায়ী, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন ডাকার জন্য অনুরোধ করা হবে৷ ওই অধিবেশনেই সংসদের দুই কক্ষকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

সূত্র: জিনিউজ।