রাত ৮টা-সকাল ৬টা বাড়ির বাইরে না বেরুনোর নির্দেশ

বিশেষ প্রতিবেদকঃ সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে আরো ১১ দিন। ছুটি কার্যকর থাকবে ১৬ মে পর্যন্ত। এই ছুটি চলাকালে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে বেরুনো যাবে না।

সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।

এছাড়া এক উপজেলা বা এক জেলা থেকে অন্য উপজেলা বা জেলায় যাওয়া যাবে না বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।