
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘ফোকলোর ইন দ্যা ডিজিটাল এরা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ফোকলোর গবেষণা কেন্দ্র, রাজশাহী ও লৌকিক, কলকাতা’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. আখতার হোসেন।
রাবির সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সেমিনারে প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যামেরিটাস বরুণ কুমার চক্রবর্তী। এতে বিশেষ অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হারুন উর রশিদ আসকারি। এ সময় রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক মু. আবদুল জলিল ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইয়াসমিন আরা লেখা উপস্থিত ছিলেন।
রাবি ফোকলোর বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী বলেন, ফোকলোর সবসময় মানসিক উন্নয়নের জন্য কাজ করে। আর প্রতিটি লোকসঙ্গীতের নিজস্ব আদল রয়েছে। যা কোনোভাবেই ক্ষুণ্ন করা উচিত নয়। দুই বাংলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে লোক সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
সেমিনারে প্রধান অতিথির এম আব্দুস সোবহান বলেন, ধর্ম যার যার, লোক সংস্কৃতি সবার। লোক সংস্কৃতির চর্চা বা গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত মনুষত্ব। কারণ, লোক সংস্কৃতি অসাম্প্রদায়িক মনোভাব জাগিয়ে তোলে। যার ফলে মানুষের মধ্যে যে ভেদাভেদ রয়েছে, তা দূর হয়।
সেমিনারে পাঁচটি ক্যাটাগরিতে ছয়জনকে ফোকলোর শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। সেমিনারে স্বাগত বক্তব্য দেন লৌকিক এর সম্পাদক সুমহান বন্দোপাধ্যায়। পরে বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী সেমিনারে দেশ-বিদেশ থেকে ২০০ জন শিক্ষক, গবেষক ও ফোকলোরবিদ অংশ নিচ্ছেন। সেমিনারের প্রথম দিনে ‘বিশ্বায়ন পরিবেশ ও ফোকলোর’, ‘ফোকলোর উন্নয়ন ও যোগাযোগ’ ও ‘জেন্ডার ও ফোকলোর’ শীর্ষক তিনটি অধিবেশন হয়। সেমিনারের দ্বিতীয় দিনে ‘ফোকলোর অধ্যয়ন প্রসঙ্গ’, ‘বস্তুগত ফোকলোর’, ‘ধর্মীয় বৈচিত্র্য ও ফোকলোর’ এবং ‘ইতিহাস, ঐতিহ্য ও অন্যান্য’ শীর্ষক চারটি অধিবেশন হবে।