রামপাল প্রকল্প বাতিলের দাবিতে ঢাবিতে ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক : রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও হরতালে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আধাবেলা ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন, লেকচার থিয়েটার ভবন, ব্যবসায় অনুষদ ও সামাজিক বিজ্ঞান ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রজোটের নেতারা। এতে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে কোনো ধরনের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। দুপুর ১টা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।

সকাল সাড়ে ৯টায় ঢাবির কলাভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সভা করে।

সভায় ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাইমা খালেদ মনিকা বলেন, সাত বছর ধরে সুন্দরবনবিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য সাত দফা দাবি বাস্তবায়নে সারা দেশে লংমার্চ, প্রতিবাদ-বিক্ষোভ, মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু সরকার এ প্রকল্প বাতিল না করে উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তৎপরতা চালাচ্ছে।

ছাত্রজোটের সমন্বয়ক ইকবাল কবীর বলেন, আমাদের আন্দোলন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষার আন্দোলন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। তিনি সবাইকে এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, ছাত্রজোট সকালে কয়েকটি ভবনে তালে লাগিয়ে দিয়েছে। তবে পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত আছে।