
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা থানা এলাকার বনশ্রীতে লাইলি ওরফে মরিয়ম (২৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নিচতলায় গৃহকর্তা মইনউদ্দীনের বাসা থেকে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মইনউদ্দীন জানান, সকালে মরিয়ম কাজ করতে এসে বাসার সবার অগোচরে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মরিয়মের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তিনি বনশ্রীর হিন্দু পাড়ায় থাকতেন।
মরিয়মের মৃত্যুর খবর নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।