রামেকের করোনা ইউনিটে আরো ২ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো: একদিন পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (২ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ সত্ত্বেও নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় দুজন মারা গেছেন। দুজনই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৬ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৮ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান দুজন।

বর্তমানে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ৪ জন, নাটোরের একজন, পাবনার ২ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে গত মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৪০টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর একটিতেও করোনা ধরা পড়েনি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৩২টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহী জেলার ১০০টি নমুনা পরীক্ষায় একটিতে, নাটোরের ৬৭টি নমুনা পরীক্ষায় ১৯টিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৫টি নমুনা পরীক্ষায় ৫টিতে এবং জয়পুরহাট জেলার ৬৮টি নমুনা পরীক্ষায় ৭টিতে করোনা ধরা পড়ে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ১, নাটোরে ২৮ দশমিক ৩৫, চাঁপাইনবাবগঞ্জে ১১ দশমিক ১১ এবং জয়পুরহাটে ১০ দশমিক ৪৫ শতাংশ।