রামেক করোনা ইউনিটে আরও ছয় জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন এবং চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃত ছয় জনের মধ্যে রাজশাহীর চার জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ২৪০ শয্যার বিপরীতে ১৫৩ জন রোগী ভর্তি রয়েছে।