রামেক সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।

রামেক করোনা ইউনিটে এটি সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। মৃত দুজনের মধ্যে এক জন করোনা পজিটিভ ছিলেন এবং অপর জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, রামেকে করোনা ইউনিট স্থাপনের পর এটিই সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। মৃত দুজন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জন ভর্তি হয়েছে। বর্তমানে ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ১৪৮ জন রোগী ভর্তি রয়েছে।