রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বিভাগীয় সম্মেলন শনিবার দুপুরে খুলনা শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা গাজী ম ম আমজাদ হোসেন মিলন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, প্রাক্তন এসপি বীরবিক্রম মাহবুব উদ্দিন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শাহ জাহান কবির জহীর, কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি মোশাররফ হোসেন খান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমান্ডার মোস্তফা কামাল।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গ্রাম পুলিশ সদস্যদের মাদকের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বলেন, মাদক যুবসমাজের জীবনীশক্তি ধ্বংস করছে। যুবসমাজসহ সবাইকে মাদক, জঙ্গি, বাল্যবিবাহ ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন, গ্রাম পুলিশদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। গ্রাম পুলিশদের সপ্তাহে একদিন থানায় হাজিরা দেওয়ার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা ৩০০ টাকার করা হচ্ছে।

সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।