আন্তর্জাতিক ডেস্ক : কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং সিরিয়া ও ইউক্রেন বিষয়ে আলোচনার জন্য মস্কো যাচ্ছেন জনসন। যদিও সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাজ্যের ঘোর মতবিরোধ রয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের স্বার্থে যেখানে প্রয়োজন রাশিয়ার সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য।
একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মস্কো সফরে পররাষ্ট্রমন্ত্রী জনসনকে যে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, তা গ্রহণ করেছেন তিনি।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রতি পরিষ্কার নীতির কথা বলেছেন, আর তা হলো- ‘যুক্ত কিন্তু সতর্ক।’ এই দৃষ্টিভঙ্গি অটুট রেখেই মস্কো সফরে যাচ্ছেন জনসন।
সফরের উদ্দেশ্য পরিষ্কার করতে গিয়ে ওই পররাষ্ট্র মুখপাত্র বলেন, এটি স্বাভাবিকতায় ফিরে যাওয়া নয় এবং যেসব ক্ষেত্রে আমাদের ভিন্নতা রয়েছে, তা নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই সফরের অর্থ কোনোভাবে এমন নয় যে, রাশিয়ার প্রতি নীতিগত পরিবর্তন করছে যুক্তরাজ্য। জনসন রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছেন না। মস্কো ভালো করে জানে, ইউক্রেনের মতো ইস্যুগুলোতে পরিবর্তন না আনলে সম্পর্ক আগের জায়গায় ফিরবে না।