রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি শেষ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার (১৭ মার্চ) টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, ক্যাফেটরিয়া, মসজিদ, বকুলতলা চত্বর এলাকায় শেষ হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ। বিভিন্ন অবকাঠামোতে রংয়ের কাজ ও ফুল গাছের চারা লাগানো হয়েছে।

বকুলতলা চত্বরে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি শেষ হয়েছে । নাচ ও গান পরিবেশনের প্রস্তুতিও শেষ করেছে শিশু-কিশোররা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার বিভিন্ন অংশে এবং অভ্যন্তরীন সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। বিভিন্ন গাছে ও দেওয়ালে টাঙানো হয়েছে বিলবোর্ড। জেলায় চলছে সাজ-সাজ রব। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে গোপালগঞ্জের উন্নয়নে নতুন ঘোষণা আসবে বলে মনে করা হচ্ছে।

গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ হয়েছে। মহাসড়কসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।