রায়নার ছক্কায় আহত শিশু

ক্রীড়া ডেস্ক : নাটকীয় ব্যাটিং ধসে শেষ টি-টোয়েন্টিতে বুধবার হেরে যায় ইংল্যান্ড। অবশ্য রায়না ও ধোনির ব্যাটে ভর করে ২০২ রানের বড় সংগ্রহ পেয়েছিল ভারত। তবে রান করার সময় গ্যালারিতে একটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।

সুরেশ রায়নার হাঁকানো ছক্কার বলে গ্যালারিতে ছয় বছরের এক শিশু আহত হয়েছে। আহত হওয়ার পর পরই তাকে স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারো খেলা দেখতে গ্যালারিতে ফিরে আসে। অবশ্য দিনশেষে হাসি মুখেই বাড়ি ফিরেছে সে। কারণ, তার দল ভারত যে বড় ব্যবধানে জিতেছে।

স্টেডিয়ামের ডাক্তার ম্যাথিউ চান্ডি ছয় বছরের শিশু আহত হওয়ার বিষয়ে বলেন, ‘রায়নার হাঁকানো একটি ছক্কার বলে আহত হয় সতীশ। বলটি এসে সতীশের বাম উরুতে পরে। আহত হওয়ার পর পরই তাকে স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। সে উরুতে ব্যথা অনুভূত হওয়ার বিষয়টি জানায়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই। চিকিৎসা দেওয়ার ১০ মিনিট পরই সে খেলার বাকি অংশ দেখতে তাকে ছেড়ে দিতে অনুরোধ করে। এরপর আমরা তাকে ছেড়ে দিই। তবে বলটি যদি তার মাথা কিংবা ঘাড়ে আঘাত করত তাহলে মারাত্মক আহত হতে পারত।’