রায়পুরায় দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের নিলক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সকাল থেকে দিনভর চলা এ সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৫টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষা ইউনিয়নের বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান সমর্থকরা সকাল থেকে টেটা, বল্লম ও ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বীরগাঁও গ্রামের ৫টি বাড়িতে আগুন দেওয়াসহ লুটপাট করা হয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ককটেল, টেটা ও বল্লমের আঘাতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। পুলিশি গ্রেপ্তার এড়াতে আহতদের অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৪ নভেম্বর বিবদমান এই দুই গ্রুপের সংঘর্ষে মারা যান ৪ জন। পরে নিলক্ষার সোনাকান্দি ও দড়িগাঁও গ্রামে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। যা এখনও বলবৎ আছে।