নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের রিভিউ করার জন্য সরকারপক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা বলেন।
এর আগে ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১১ দিনের জন্য স্ত্রী বেগম বিনতা মাহবুবসহ চীন সফর করেন অ্যাটর্নি জেনারেল।
চীন থেকে ফেরার পর ষোড়শ সংশোধনীর রিভিউয়ের বিষয়ে রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘সরকার থেকে আমার কাছে এখনো কোনো ইনসট্রাকশন আসেনি।’
গত ১৮ আগস্ট এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, এই রায়ের বিষয়ে পড়া হচ্ছে, ভালোভাবে পড়ে, পরীক্ষা করে রিভিউ আবেদন করা হবে। এ জন্য সময় লাগছে।
গত ৩ জুলাই (সোমবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন।