আলমগীর হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
৩১ আগষ্ট রোজ (বুধবার) রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের মেধাবী ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যার প্রতিবাদে এবং বখাটে যুবক ওবায়দুল খানের (২৯) সর্বচ্চো শাস্তি নিশ্চিত করতে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ছাত্রছাত্রীরা মানব বন্ধন করে। বেলা ১ ঘটিকায় প্রতিষ্ঠান চত্বরের সামনে ঘন্টাব্যাপী চলা এ মানব বন্ধনে বক্তব্য রাখে, নবম শ্রেণীর ছাত্রী রিফাহ সানজিদাহ অনন্যা, দশম শ্রেনীর ছাত্র রাফিউল বখতিয়ার, দ্বাদশ শ্রেনীর ছাত্র শাহ ফারদিন।
বক্তার অবিলম্বে রিসার হত্যাকারী ওবায়দুলের সর্বচ্চো শাস্তির দাবী জানান।
.
উল্লেক্য, গত ২৪ আগষ্ট রোজ (বুধবার) অষ্টম শ্রেণীর ছাত্রী রিসা পরীক্ষা শেষে স্কুলের সামনের ওভার ব্রিজ পাড় হওয়ার সময় বখাটে যুবক ওবায়দুল ছুরিকাঘাত করে। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রিসা মারা যায়। পরে এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় ঘাতক ওবায়দুল খানকে আসামী করে মামলা করেন।
.
সর্বশেষ ৩১ জুলাই সকালে নীলফামারীর ডোমার উপজেলা থেকে রিসার খুনি ওবায়দুলকে গ্রেফতার করে পুলিশ।