রিয়ালের বড় জয়ে বার্সার কাছে

ক্রীড়া ডেস্ক: ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ শিবিরের বাইরে রয়েছেন গ্যারেথ বেল। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত হ্যাটট্রিকের পর দলের সেরা তারকা রোনালদোকে বিশ্রামে রেখেছেন কোচ জিনেদিন জিদান।

সেই সঙ্গে দলে থাকলেও রিয়ালের নিয়মিত একাদশের বাইরে ছিলেন আক্রমনের আরেক সেনানী করিম বেনজেমা। তবে তাদের ছাড়াই গতকাল অবনমনে চলে যাওয়া গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জেমস রদ্রিগেজ ও আলভারো মোরাতারা।

গ্রানাডার বিপক্ষে গতকাল রাতে রিয়ালের জয়ে দুটি করে গোল করেন রদ্রিগেজ ও আলভারো মোরাতা। তাদের গোলে জয় নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে ফের ছুঁয়ে ফেলেছে রিয়াল।

লা লিগায় একই দিনে খেলতে নেমে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে পয়েন্ট ব্যাবধানে এগিয়ে গিয়েছিল লুইস এনরিকের দল। কিন্তু গ্রানাডার বিপক্ষে জয়ে ব্যবধান আগের মতোই করে ফেলে লস ব্লাঙ্কোসরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণটা ছিল রিয়ালের হাতে। ফলে ম্যাচের তিন মিনিটেই রদ্রিগেজের কল্যাণে লিড পেয়ে যায় সফরকারীরা। ডানপ্রান্ত থেকে লুকাস ভাজকুয়েজের বাড়িয়ে দেয়া বল আলতো ছোঁয়ায় গ্রানাডার জালে পাঠান রদ্রিগেজ।

দলের অন্য তারকারদের অনুপস্থিতিতে রদ্রিগেজ গতকাল সেরাটা দেখানোর সুযোগ পান। ম্যাচের ১১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ। ফাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গ্রানাডার জালে পাঠান কলম্বিয়ান এ তারকা।

রিয়াল বাকি গোল দুটিও পেয়েছে প্রথমার্ধেই। ম্যাচের ৩০ মিনিটে দানিলোর পাস থেকে পাওয়া বলটি দারুণ এক শটে গ্রানাডার জালে জড়ান আলভারো মোরাতা। পাঁচ মিনিট পরেই জোড়া গোলের দেখা পান স্প্যানিশ এ তারকা।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি ম্যাচটিতে। ফলে প্রথমার্ধে পাওয়া ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়া জিনেদিন জিদানের দল।

লা লিগায় এ জয়ে ৩৫ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে সমান ৮৪ পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।