রিয়া বিয়ে করছেন

বিনোদন ডেস্ক : প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুন মুন সেনের ছোট মেয়ে রিয়া সেন। তিনি নিজেও একজন অভিনেত্রী। খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড শিবম তিওয়ারিকে বিয়ে করছেন রিয়া। এ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা চলছে এ কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন এ জুটি। অবশ্য এ বিষয়ে রিয়া সেন এবং শিবম কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

 

ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত রিয়া সেন। টলিউডের পাশাপাশি বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে স্টাইল সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে তার অভিষেক হয়। এতে আরো অভিনয় করেছিলেন শারমান জোশি ও সাহিল খান। এরপর কায়ামাত, ঝংকার বিটস সহ বেশিকিছু সিনেমায় দেখা গেছে তাকে। এখন ডিজিটাল শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজেও অভিনয় করছেন রিয়া।